ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

|

ছবি: সংগৃহীত

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সবুর আলী সেখের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি মামলাটি দায়ের করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

মামলা সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মো. সবুর আলী সেখ লাভবান হওয়ার অসৎ উদ্দেশে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে উপকারভোগী ৭ ব্যক্তির নামীয় ভিজিডি কার্ড দিয়ে প্রতি মাসে ৩০ কেজি করে ১১ মাসে সর্বমোট ২ হাজার ৩১০ কেজি বা ২.৩১০ টন চাল (যার মূল্য এক লাখ চারশত বায়ান্ন টাকা) উত্তোলন করে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply