নারায়ণগঞ্জে শাওনের হত্যাকাণ্ড নিয়ে তথ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন: রিজভী

|

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষে নিহত শাওনের হত্যাকাণ্ড নিয়ে তথ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, শাওন যুবদলের কর্মী। জোর করে তাকে আওয়ামী লীগের কর্মী বানানো হচ্ছে।

প্রসঙ্গত, সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জে যে ছেলেটি মারা গেছে সে আওয়ামী লীগের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাতিজা। সে বিএনপির কর্মী নাকি পথচারী তা এখনও সঠিক জানা যায়নি, সেটি তদন্তাধীন।

এদিকে নিহত শাওনের লাশও পরিবারের কাছ হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শাওনের লাশ জোর করে রেখে দেয়া হয়েছে। তার জানাজার ব্যবস্থাও করতে দিচ্ছে না তারা।

এ ঘটনা নিয়ে তথ্যমন্ত্রী সচিবালয়ে বলেছিলেন, আমি নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। বিএনপি অনুমতি ছাড়া সেখানে সমাবেশ করছিল। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে সেখানে টিয়ারসেল ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে।

তবে শুরু থেকেই সংঘর্ষের জন্য সরকার এবং পুলিশকে দায়ী করে আসছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলি করে, গুম করে আন্দোলন দমানো যাবে না। শাওন হত্যার প্রতিশোধ নিতে চাইলে রাজপথ দখল করে এই ভয়াবহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply