নানা কাজে দক্ষ সব রোবট মাতিয়ে রেখেছে সাংহাইয়ের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স

|

ছবি: সংগৃহীত

সাংহাইয়ের ওয়ার্ল্ড এক্সপো এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের পঞ্চম আসর। নিজেদের সৃজনশীল নানা উদ্ভাবন নিয়ে এ সম্মেলনে অংশ নিয়েছে অন্তত দেড়শ প্রতিষ্ঠান।

নজর কাড়া ও অত্যাধুনিক সব রোবটের মেলা বসেছে সাংহাইয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার এ প্রদর্শনীতে নিত্য-নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তিনদিনের এ আয়োজন শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ আগস্ট)। প্রযুক্তিতে নিজেদের এগিয়ে যাওয়ার বার্তা দিতেই চীনের এ উদ্যোগ বলে জানা গেছে।

মানুষ নয়, সেখানে ক্যালিগ্রাফি লিখছে রোবট। আর শুধু ক্যালিগ্রাফিই নয়, সাংহাইয়ে দেখা মিলবে নানা কাজে দক্ষ এ রকম আরও অনেক রোবটের।

এবারের আয়োজনে নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কয়েকটি বিশেষ রোবট। এরমধ্যে কুকুরের আকৃতির একটি রোবট অন্যতম। জানা গেছে, সামনের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এটির। জরুরি উদ্ধারকাজে ব্যবহারের উদ্দেশে বানানো হয়েছে বিশেষ এই রোবটটি।

ডিপরোবোটিক্স এর মার্কেটিং ম্যানেজার কিয়ান জিয়ায়ু বলেন, নিজের ভারসাম্য রক্ষার সক্ষমতা রয়েছে এ রোবটের। কোনো বাধার সম্মুখীন হওয়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের ভারসাম্য রক্ষা করতে পারে। এই যেমন এটাকে আমি লাথি মারার পরও এটি তার আগের জায়গায় ফিরে যেতে পারে।

রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফ্লেক্সিভের তৈরি সর্বাধুনিক রোবোটিক হাতও রয়েছে আকর্ষণের কেন্দ্রে। প্রতিষ্ঠানটির দাবি, মানুষের চেয়েও আরামদায়ক ম্যাসাজ করতে সক্ষম এটি।

ফ্লেক্সিভ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর জিয়াও ইয়ানফান বলেন, অন্যসব রোবট থেকে এটি আলাদা। যা যন্ত্রের চেয়ে মোশন পারফর্মমেন্সের ওপর বেশি নির্ভরশীল। তবে, আমাদের লক্ষ্য এ রোবটকে আরও আপডেট করা, যাতে এর ভেতর মানুষের মতো বৈশিষ্ট্য থাকে। কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সংযোজনেরও চেষ্টা করছি আমরা, যাতে এটি আরও সহজভাবে ম্যাসাজ করতে পারে।

নিত্য-নতুন প্রযুক্তির এসব রোবট দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তিনদিনব্যাপী আয়োজনের পর্দা নামবে ৩ সেপ্টেম্বর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply