এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান ও হংকং। বাঁচা মরার ম্যাচে জয়ী দল গ্রুপ ‘এ’ থেকে ভারতের সাথে ওঠবে সুপার ফোরে। আর হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। শারজায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে, ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান ও হংকং। গ্রুপের আরেক দল ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে দুই দলই। পাকিস্তানকে ৫ উইকেটে এবং হংকংকে ৪০ রানে হারায় ভারত। দুই ম্যাচ জিতে গ্রুপের সেরা দল হয়ে সুপার ফোরে ওঠে গেছে ভারত। এখন কঠিন পরীক্ষার মুখে পাকিস্তান ও হংকং। সুপার ফোরে খেলতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই দুই দলের সামনে।
ওয়ানডেতে এর আগে তিনবার মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা হচ্ছে এ দুই দলের।
/এসএইচ
Leave a reply