স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
খেলার মাঠ রক্ষার জন্য যারা আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া অন্যায়। খেলার মাঠ একটি জাতীয় সম্পদ। বলাইশিমুলের বাসিন্দারা একটি জাতীয় সম্পদ রক্ষার জন্য আন্দোলন করছেন। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের ঈদগাহ মাঠে বলাইশিমুল মাঠ রক্ষা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরিবেশ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো উদ্যোগ নেয়া যাবে না, খেলার মাঠ ধ্বংস করা যাবে না। কিন্তু বলাইশিমুলের প্রশাসন প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছে না। তারা খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।
৮ শ’ ১ সদস্যবিশিষ্ট বলাইশিমুল মাঠ রক্ষা গণকমিটি এ মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশে বলাইশিমুল ইউনিয়নের ১৮টি গ্রামের কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।
গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে এবং আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মানবাধিকার নেত্রী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, উদীচীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, কলি আক্তার, হলি খান, আজিজুর রহমান ও ওবায়দুল হক্ক উজ্জ্বল।
বলাইশিমুল গ্রামের একটি খাসজমিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, খাসজমিটি তারা শত বছরেরও বেশি সময় ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। তাই মাঠের পরিবর্তে আশপাশের অন্য কোনো খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের দাবি তাদের।
এ নিয়ে প্রকল্পের শুরু থেকেই তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ করছেন। এসব আন্দোলন চলাকালে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর এবং দুটি ঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় শতাধিক গ্রামবাসীকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে স্থানীয় প্রশাসন। পাশাপাশি তারা মাঠের শ্রেণি পরিবর্তন করে নির্মাণ কাজও অব্যাহত রাখে। পরে গত ১৪ আগস্ট বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ বলাইশিমুল মাঠে ঘরের নির্মাণকাজ তিনমাসের জন্য স্থগিত রাখতে জেলা প্রশাসক ও ইউএনওসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
/এডব্লিউ
Leave a reply