রাশিয়া ও মিত্র দেশগুলোর অংশগ্রহণে টানা ৫ম দিনের মতো চলে সামরিক মহড়া। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয় ‘ভোস্তক টু থাউজেন্ড টোয়েন্টি টু’র ভিডিও। খবর রয়টার্সের।
এদিন জাপান সাগরে শক্তিমত্তা দেখায় চীনের নৌবহর। প্রদর্শন করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ডেস্ট্রয়ার- নানচাং। তাছাড়া, নতুন যুদ্ধজাহাজ ইয়ানচেং-ও অংশ নেয় মহড়ায়। শক্তিশালী অ্যান্টি সাবমেরিন ও বিমান প্রতিরক্ষা সক্ষমতা আছে এটির। মহড়ায় ছিল চীনের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। যৌথ এ মহড়া চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আলজেরিয়া, ভারত, বেলারুশ, তাজিকিস্তান ও মঙ্গোলিয়াও অংশ নিয়েছে শক্তিমত্তা প্রদর্শনে। রাশিয়াসহ সাত দেশের মোট ৩ লাখ সেনা, ৩৬ হাজার যুদ্ধ সরঞ্জাম এবং হাজারের বেশি বিমান অংশ নিয়েছে মহড়ায়।
এ মহড়ায় ২ হাজার সেনা, ৩ শতাধিক সামরিক যান, ২১টি বিমান ও হেলিকপ্টার এবং তিনটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। ১৩টি ট্রেইনিং গ্রাউন্ড ও জলসীমায় চলছে মহড়া। রাশিয়ার ৫০ হাজার সেনা অংশ নিয়েছে তাতে। তাদের ৫ হাজার সামরিক অস্ত্র সরঞ্জাম, ১৪০টি এয়ারক্রাফট ও ৬০টি নৌজাহাজ রয়েছে এ মহড়ায়।
/এমএন
Leave a reply