বাইডেন ‘রাষ্ট্রের শত্রু’: ট্রাম্প

|

ছবি: সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩ স্পেটেম্বর) পেনসিলভানিয়ায় এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজনীতির জন্য ট্রাম্প হুমকি বলে মন্তব্য করেন বাইডেন। এই মন্তব্যের একদিন পার না হতেই পাল্টা মন্তব্য করলেন ট্রাম্প। পেনসিলভানিয়ার ওই র‍্যালিতে বক্তৃতা দেয়ার সময় তিনি বাইডেন সম্পর্কে বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তব্য দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।

ট্রাম্পের বাড়িতে তল্লাশিকে ‘বিচারের প্রতারণা’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়া এমন হবে, যা কেউ কখনো দেখেনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply