আমদানি ব্যয় কমলেও দেনা পরিশোধের ফলে চাপ বাড়ছে রিজার্ভের ওপর

|

দেশে আমদানি ব্যয় কমেছে। তবে ডলার বিক্রি ও এশিয়ান ক্লিয়ারিং ইউনিট, আকুর দেনা পরিশোধের ফলে বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জুলাই-আগস্ট মেয়াদের আমদানির বিল এসেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আজ এই দেনা পরিশোধ করলো কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ডলারের বাজারে ‘স্থিতিশীলতা’ আনতে গত অর্থবছরের ধারাবাহিকতায় রিজার্ভ থেকে ডলার বিক্রি করেই চলেছে বাংলাদেশ ব্যাংক।

গেল ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত, রিজার্ভ থেকে ২৫৬ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১২ জুলাই আকু মে-জুন মেয়াদের ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। এরপর ২০ জুলাই পর্যন্ত রিজার্ভ ৩৯ দশমিক ৮০ থেকে ৪০ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করে। জুলাইয়ের শেষে তা কমে ৩৯ দশমিক ৫০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

রেমিট্যান্স বাড়ায় জুলাইয়ের শেষের দিকে রিজার্ভ বেড়ে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে ওঠে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত বছরের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply