কক্সবাজারের গহীন পাহাড়ে চাষ করা হতো গাঁজা, উৎপাদন করা হতো নার্সারিতে

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে গহীন পাহাড়ে ফল গাছের আড়ালে গাঁজা চাষের সন্ধান পেয়েছে র‍্যাব। তাদের অভিযানে দুই হাজার ছোট-বড় গাঁজা গাছ, চারা ও বীজসহ জাকের হোসেন (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল উদ্দিন জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাদশার টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন আটকের কথাও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, জব্দকৃত গাঁজার চারা নার্সারিতে উৎপাদন করে পাহাড়ের ঢালে রোপণ করছেন তিনি। এছাড়া নার্সারিতে উৎপাদিত বাকি চারাগুলো লামা, থানচি, আলীকদমসহ বিভিন্ন জাগায় ৫০/৭০ টাকা ধরে বিক্রি করছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জাকের হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply