চাঁদপুরে ২ টাকায় মিলছে ওষুধ ও চিকিৎসা

|

চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসা ও ওষুধ দুই-ই মিলছে মাত্র ২ টাকার বিনিময়ে। প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন স্বল্প আয়ের অর্ধশতাধিক মানুষ। সেবার কাজটি করে যাচ্ছেন ৩ জন স্বাস্থ্য সহকারী। তবে আরও উন্নত চিকিৎসার জন্য মেডিকেল অফিসার নিয়োগের দাবি স্থানীয়দের।

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অবস্থিত এই দাতব্য চিকিৎসালয়টির বয়স ১০২ বছর। এখানে মাত্র ২ টাকায় মিলছে ওষুধসহ প্রাথমিক চিকিৎসা। যাদের বড় ডাক্তার দেখানো কিংবা হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, এখানেই তাদের ভরসা।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এখানে চিকিৎসা দেন ৩ জন স্বাস্থ্য সহকারী। প্রতিদিনই আসেন অন্তত অর্ধশতাধিক রোগী।

তবে এখানে আসা রোগীরা বলছেন, স্বাস্থ্য সহকারীদের পাশাপাশি একজন মেডিকেল অফিসার থাকলে আরও ভালো সেবা পেতেন তারা। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিভিল সার্জনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply