আকস্মিকভাবে শারীরীক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডে অবস্থিত বালমোরাল প্যালেসের পথে এখন ব্রিটিশ রাজপরিবার। পরিবারের অন্যান্য সদস্যদের মতো রানিকে দেখতে রওনা হয়েছেন রানির ছোট নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, ডিউক ও ডাচেজ অব সাসেক্স বালমোরালের উদ্দেশে রওনা হয়েছেন।
ইতোমধ্যেই রানির বড় ছেলে চার্লস দ্য প্রিন্স অব ওয়েলস ও তার স্ত্রী ডাচেজ অব কর্নওয়াল ক্যামিলা বালমোরাল ক্যাসলে পৌঁছেছেন। রানির বড় নাতি দ্য ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম বালমোরাল ক্যাসলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানানো হয়েছে। তবে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাওয়ায় তার স্ত্রী ডাচেজ অব কেমব্রিজ ক্যাথরিন এলিজাবেথ মিডলটন বালমোরালে যেতে পারেননি। তিনি রয়ে গেছেন উইন্ডসর ক্যাসলেই। এছাড়া, কাউন্ট অব ওয়েসেক্স প্রিন্স অ্যান্ড্রু ও তার স্ত্রী কাউন্টেস অব ওয়েসেক্স সোফি রাইস জোনস এই মুহূর্তে বালমোরালের পথে রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা ছিল প্রিন্স হ্যারির। কিন্তু রানি এলিজাবেথ আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ওই অনুষ্ঠান বাতিল করে বালমোরালের উদ্দেশে রওনা হন তারা।
/এসএইচ
Leave a reply