রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

|

ফাইল ছবি

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে মারা যান রানি এলিজাবেথ। 

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বাকিংহ্যাম প্যালেস থেকে জানানো হয়, আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। অসুস্থতার খবর জানার পর রানিকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে ছুটে যান তার ছেলে-মেয়ে ও রাজ পরিবারের অন্যন্য সদস্যরা। 

শেষ সময়ে বালমোরাল প্রাসাদে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছিলেন রানি এলিজাবেথ। তার সাথে তার বড় ছেলে প্রিন্স চার্লস ছিলেন। অসুস্থতার খবর শোনার পর পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে যেতে শুরু করেন। 

প্রসঙ্গত, চিকিৎসকরা বিশ্রামে থাকতে বলায় বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত প্রিভি কাউন্সিলেও যোগ দেননি রানি এলিজাবেথ।  

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply