বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে হাতিরঝিলে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আবহাওয়া অনুকূলে না থাকায় ম্যারাথন ২১ থেকে কমিয়ে ১৪ কিলোমিটার করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় একশ’ প্রতিযোগী।
ছেলেদের হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ হোসেন, দ্বিতীয় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামির হাসান খান, তৃতীয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল আমিন।
এছাড়া মেয়েদের হাফ ম্যারাথনে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের তামান্না, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সানজিদা আক্তার দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাজি মালিহা হোসাইন প্রীতি। এবারের আসর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
ইউএইচ/
Leave a reply