‘সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সময়োপযোগী প্রচেষ্টায় মহামারিতে জীবন বাঁচানো সম্ভব হয়েছে’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্মিলিত ও সময়োপযোগী প্রচেষ্টা কোভিড-১৯ মহামারি থেকে বহু জীবন বাঁচিয়ে সম্ভাব্য দুর্যোগ এড়াতে সাহায্য করেছে।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) আয়োজিত ব্যথা সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২২ এবং ব্যথা-২০২২ এর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে সম্প্রচারিত প্রাক-রেকর্ড করা ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি পরিচালনা করেছে এবং অনেক জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে অনেকেরই আশঙ্কা ছিল মহামারিতে বিপুল সংখ্যক মানুষ মারা যাবে। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত ও সময়োপযোগী প্রচেষ্টা সম্ভাব্য বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।

শেখ হাসিনা আরও বলেন, বিএসএসিসিপিপি সঙ্কটজনকভাবে অসুস্থ কোভিড-১৯ রোগীদের জাতীয় নির্দেশিকা এবং অক্সিজেনের যৌক্তিক ব্যবহারের নির্দেশিক দেয়ার জন্য প্রশংসার দাবিদার। এই সম্মেলন আয়োজনের জন্য বিএসএসিসিপিপিকে অভিনন্দন জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply