পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওমর আলী (৪৫) নামের এক ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় অভিযুক্ত ভ্যানচালক ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করলে রাতেই তাকে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকনগর এলাকা থেকে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
অভিযুক্ত ভ্যানচালক ওমর আলী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কুমারপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকনগর এলাকায় বসবাস করছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর মা রোববার সকালে ভুক্তভোগী শিশুসহ তার বোনকে সাথে নিয়ে অসুস্থ নানীকে দেখতে নানার বাড়িতে যান। নানার বাড়ির পাশে ভ্যান চালকের বাড়ি হওয়ায় সন্ধ্যায় ওই ভুক্তভোগী শিশুসহ তার বড় বোন ও ওমর আলীর মেয়ে খেলছিলো। এ সময় ওমর আলী ওই শিশুটির বড় বোন ও তার মেয়েকে সিগারেট কেনার জন্য কৌশলে পাঠিয়ে দিয়ে তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি ভয়ে চিৎকার করলে তার চিৎকারে ওমর আলীর মা ও নানার বাড়ির লোকজন ছুটে যায়। এ সময় ওমর আলী লোকজনের উপস্থিতি দেখে তার বাড়ি থেকে দ্রুত বের হয়ে পালিয়ে যায়। পরে শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বললে রোববার রাতেই তার মা ওমর আলীর বিরুদ্ধে থানায় নারী শিশু দমন আইনে মামলা দায়ের করেন এবং মামলার প্রেক্ষিতে ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে আজ সোমবার সকালে ওমর আলীকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ধর্ষণের দায়ে ওই ভ্যান চালকের গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রোববার রাতে এক ৭ বছরের শিশুর মা ওমর আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে ওমর আলীকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এটিএম/
Leave a reply