সিলেটে পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট

|

পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। পাঁচ দফা দাবিতে আন্দোলন-কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট পালন করছে ছয়টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ মঙ্গলবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সিলেট সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট। নগরী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এমনকি চলছে না সিএনজিচালিত অটোরিকশাও। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বেশ কিছুদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ট্রাফিকের উপ-কমিশনারের অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধসহ ৫ দফা দাবি জানিয়ে আসছিলেন পরিবহন শ্রমিকরা। কর্মসূচি ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হলেও কর্মসূচি থেকে সরে আসেননি শ্রমিকরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply