খুচরা বাজারে সুপার শপের উচ্চ দামের প্রভাব পড়ছে: ভোক্তা অধিকারের মহাপরিচালক

|

খুচরা বাজারে সুপার শপগুলোর উচ্চ দামের প্রভাব পড়ছে। এ কারণে সুপার শপ মালিকদের দাম নিয়ে সতর্ক হওয়ার অহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভোক্তা অধিকারের সভাকক্ষে উৎপাদনকারী ও সুপারশপের প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় বলা হয়, ১ ডজন ডিমে ২৬ শতাংশ, খোলা চালে ২ শতাংশ আর প্যাকেটজাতে দাম বাড়ানো হয়েছে অন্তত ২৫ শতাংশ। বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে কোম্পানি। অথচ সুপার শপের খোলা চালের মূল্য নির্ধারণ করছে তারা নিজেরাই৷ এতে খোলা বাজারে প্রভাব পড়ছে। সরবরাহকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, সুপার শপের ভাড়া, বিদ্যুৎ খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply