সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতকে হারালো বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্নার জোড়া গোলে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো সাবিন খাতুনরা।
নেপালের দশরথ স্টেডিয়ামে এর আগে সব আসরের চ্যাম্পিয়ন ভারতের উপর শুরু থেকেই চাপ বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড পায় দল। অধিনায়ক সাবিনা খাতুনের কাছ থেকে বল পেয়ে ভুল করেননি স্বপ্না। দশ মিনিট পরই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে পাওয়া বলে বক্সের মধ্যে কৃষ্ণা দুর্দান্ত নিয়ন্ত্রণে দ্বিগুণ করেন লিড।
সাফে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে সাবিনারা চাপে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫৩ মিনিটে সেই সিরাত জাহান স্বপ্নার গোলে ঐতিহাসিক জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। এ জয়ে গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচের সবক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।
ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। অন্যদিকে দুই ম্যাচ জিতে একই গ্রুপ থেকে শেষ চারে পা রাখে ভারত। নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচ আসরের সবক’টিতেই চ্যাম্পিয়ন ভারত। বিপরীতে বাংলাদেশের সাফল্য কেবল ২০১৬ সালে রানারআপ হওয়া।
আরও পড়ুন: বায়ার্নের ভূত তাড়াতে পারবে বার্সা?
/এম ই
Leave a reply