জাহাজ থেকে পড়ে রুশ জ্বালানি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

|

ফার ইস্ট এন্ড আর্কটিক ডেভলপমেন্ট কর্পোরেশন (ইআরডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক ইভান পেচরিন।

রহস্যজক মৃত্যু হয়েছে ইভান পেচরিন (৪০) নামে রুশ জ্বালানি সংস্থার এক নির্বাহীর। ইভান রুশ জ্বালানি সংস্থা ‘ফার ইস্ট এন্ড আর্কটিক ডেভলপমেন্ট কর্পোরেশন (ইআরডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। খবর ফক্স নিউজের।

সোমবার (১২ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের রাস্কি দ্বীপের উপকূলে নোঙর করার সময় একটি জাহাজ থেকে পড়ে মৃত্যুবরণ করেন ইভান। সোমবার ব্যাপক অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এদিকে রুশ গণমাধ্যমগুলো বলছে, এ ঘটনার কয়েক দিন আগে ইস্টার্ন ইকোনোমিক ফোরামের একটি কর্মসূচিতে অংশ নেন ইভান। ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেবিনের জানালা থেকে পড়ে মৃত্যুবরণ করেন রাশিয়ার লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ (৬৭)। চলতি বছরের মার্চের দিকে যুদ্ধে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন ম্যাগানভ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply