বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে বোমা বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনায় আহত হয়েছেন একজন। খবর ওয়াশিংটন পোস্টের।
তদন্তকারীরা জানান, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে পাঠানো হয় একটি প্যাকেট। সেসময় এক কর্মী প্যাকেটটি খোলার সময় তাতে বিস্ফোরণ হয়। এতে আহত হন তিনি। এর পর পরই সেখানে আরেকটি প্যাকেট পাওয়া যায়। সেটিতেও বিস্ফোরক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে কাজ করছে বোম্ব স্কোয়াড, পুলিশ এবং ফায়ার সার্ভিস। বাতিল করা হয়েছে ক্লাসসহ দাফতরিক সব কার্যক্রম। ঘটনার রহস্য উদঘাটনে চলছে তদন্ত।
বিশ্ববিদ্যালয় এলাকাটিতে সাধারণ মানুষ সুরক্ষিত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে পুলিশের মুখপাত্র জানান, তদন্ত চলছে। ভবনটি সম্পূর্ণ খালি করা হয়েছে। পরবর্তীতে সব ধরনের তথ্য প্রদান করা হবে।
এটিএম/
Leave a reply