সংবিধানের বাইরে শেখ হাসিনাকে এক চুলও সরানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মহানগর নাট্যমঞ্চে ওয়ারী থানা, ৩৮,৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।
তার সাথে সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগে নেতা জাহাঙ্গীর কবীর নানক ও বাহাউদ্দীন নাছিম। সম্মেলনে তারা বলেছেন, ক্ষমতায় থেকে বিএনপি জনগণের জন্য কিছুই করতে পারেনি। নির্বাচন আসলে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়। এতই বিষয় তুলে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, লজ্জার কারণেই গত দুই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের সৎ, দেশপ্রেমিক শেখ হাসিনার নেতৃত্বে দলকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এটা কথায় নয়, হৃদয়ে ধারণ করতে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শক্তি জনগণ, জাতির পিতার আদর্শ। সেই আদর্শ নিয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।
ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
/এডব্লিউ
Leave a reply