রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

|

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারপ্রধান বঙ্গভবনে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধান।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী ১৫-১৬ এপ্রিল সৌদি আরবে ‘গালফ শিল্ড-ওয়ান’ শীর্ষক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান ও কুচকাওয়াজে অংশগ্রহণ, ১৭-২২ এপ্রিল যুক্তরাজ্যে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন, ২৬-১৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮ সম্মেলন’, ২৫-২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ এবং ৮-১১ জুন কানাডার কেবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

দুজনের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply