শক্তি-সামর্থ্যে বেশ এগিয়ে সেনেগাল। মাঠেও খেলছে সেভাবে। ঘনঘন আক্রমণ দাগাচ্ছিলেন সেনেগালিজরা। তবে বারবার তাদের আক্রমণ নস্যাৎ করে দিচ্ছিল পোলান্ড।
শেষ পর্যন্ত তা আর পারল না পোলিশ রক্ষণসেনারা। আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন তারা। ৩৭ মিনিটে থিয়াগো সিওনেকের আত্মঘাতী গোলে পিছিয়ে গেল রবার্ট লেভানডফস্কির দল।
এ মুহূর্তে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সেনেগাল।
Leave a reply