বান্দরবান সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে আছেন এলাকাবাসী।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ির তমব্রুর নো ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরো ৬ জন। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তমব্রু সীমান্ত এলাকায় আরো একটি মর্টার শেল ছোঁড়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নিশ্চিত করেছে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
এরআগে, বিকেলে একই সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান, সেখানে গরু আনতে যান অং ক্যাথান নামে এক যুবক। হঠাৎ মাইন বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মারা গেছে তার গরু। এদিকে সীমান্ত উত্তেজনার কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর হয়েছে কক্সবাজারের কুতুপালংয়ে।
এসজেড/
Leave a reply