আর্কটিক অঞ্চলে রাশিয়ার বিশাল সামরিক মহড়া

|

উমকা-২০২২ এ রুশ সেনাদের একটি দল।

অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে আর্কটিক অঞ্চলে উমকা-২০২২ নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। এ সময় নৌ ও স্থলপথে শক্তিমত্তা প্রদর্শন করে রুশ সেনারা। খবর রয়টার্সের।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি সাবমেরিন, মিসাইলবাহী জাহাজ নিয়ে নৌপথে অনুশীলন করে মস্কো। ৪শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রগুলো। এছাড়া স্থলভাগ থেকেও একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে দেখানো হয় শক্তিমত্তা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় নিজেদের সামর্থ্য ও প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যেই চালানো হয় এ মহড়া। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলগুলোতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে পুতিন প্রশাসন। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে পশ্চিমা জোট ন্যাটো।

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে থেকেই বিশাল পরিসরে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে ৫০ হাজার সেনা নিয়ে শক্তিমত্তা প্রদর্শন করে তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply