অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে ঋণ নিতেই হবে, তবে দরকার সতর্কতা: পরিকল্পনামন্ত্রী

|

অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে বিদেশি ঋণ নিতেই হবে, তবে অর্থ নেয়ার ক্ষেত্রে আরও সতর্কতা দরকার। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদেশি ঋণ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডির সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, মধ্যমেয়াদি বাজেট কাঠামো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সরকারি অর্থ ব্যয়ের মান আরও ভালো হবে। এ সময় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, আইএমইডির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। এই বিভাগে আরও জনবল দরকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শুদ্ধাচার ইস্যুতে কর্মকর্তাদের সতর্ক করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিদেশি ঋণের শর্ত সবসময় খতিয়ে দেখা হয় না। চুক্তি সই করে ফেলে সরকার। পরে কিছু শর্ত মাথা ব্যথার কারণ হয়ে দাড়ায়। তাই প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাইয়ে পরিকল্পনা কমিশনকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডি সচিব শরিফ খান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply