ভারতের কেরালায় চলতি বছরে জলাতঙ্কে মারা গেছেন কমপক্ষে ২১ জন। এখন পর্যন্ত কুকুরের কামড়ের অভিযোগ পাওয়া গেছে প্রায় ১ লাখ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সরকারি তথ্য মতে, কুকুর কামড়ের দিক থেকে ভারতে ষষ্ঠ রাজ্য কেরালা। মৃতদের ভেতর জলাতঙ্ক ভ্যাকসিনের তিনটি ডোজ নেয়া শিশুও ছিল। ফলে প্রশ্ন উঠেছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। রাজ্য সরকার টিকার গুণমান পরীক্ষার জন্য পাঠিয়েছে গবেষণাগারে।
প্রাণী অধিকার কর্মীরা জানিয়েছেন, কমপক্ষে ৫ বছর কুকুর জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি চালানো, টিকাদান ও আশ্রয়কেন্দ্র তৈরি করলেই কুকুরের এই আক্রমণ কমবে। তবে কর্তৃপক্ষ দুষছে গণমাধ্যমকে। তাদের দাবি, ভয়াবহ সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় রাজ্যজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ইউএইচ/
Leave a reply