গাড়ির চালক ও সহকারির প্রশিক্ষণ, দুরপাল্লার বাসে বিকল্প চালক রাখা ও নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালানোর পর বিশ্রামের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশ দেন তিনি।
এছাড়া মন্ত্রিসভায় ট্রাফিক আইন মেনে চলাচল ও ঝুঁকি নিয়ে জনসাধারণের রাস্তা পারাপার বন্ধেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব বিষয় তদারকি করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন তিনি।
মন্ত্রিসভায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সার ব্যবস্থাপনা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
নিবন্ধন ছাড়া সার উৎপাদন, বিতরণ, বিপনন ও আমদানি করলে আগের ৬ মাসের সাজা বাড়িয়ে ২ বছর করার প্রস্তার রাখা হয়েছে। জরিমানা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫ লাখ করা হয়েছে আইনে।
Leave a reply