দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান

|

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন আজিজ আহমেদ। আজ দুপুরে ঢাকা সেনানিবাসের সেনাসদরে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

এর আগে সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অফ অনার প্রদান করা হয়।

গত ১৮ জুন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস পিএসসি, জি’কে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্তসহ প্রজ্ঞাপন জারি হয়।

আজিজ আহমেদ দায়িত্বভার গ্রহণের পর পরবর্তী তিন বছরের জন্য সেনা বাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পাসিং আউটের পর সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তার পূর্বসূরী আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন ২০১৫ সালের ২৫ জুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply