চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাস সংকট দিন দিন প্রকট হচ্ছে। বেশকিছু এলাকায় দিনে ৯ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকে। ফলে বাসাবাড়িতে চুলায় জ্বলে না আগুন। গত ৬ মাস ধরে বাসিন্দারা এমন অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের ভূমিকা নির্বিকার। আমলে নিচ্ছে না ভুক্তভোগীদের কোনো অভিযোগ।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৬ মাস ধরে সকাল ৮টা থেকে বিকাল ২টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তর মোহরা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। তবে এ সংকট নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কথা বলতে নারাজ।
এ নিয়ে ডিজিএম (বিতরণ) প্রকৌশলী আহসান হাবিব ফোনে জানান, সার্বিকভাবে এখন সবজায়গাতেই গ্যাস সরবরাহ কম। তবে আমরা এ সমস্যা নিরসনের চেষ্টা করছি। মোহরা ছাড়াও চট্টগ্রাম মহানগরীর ফয়’স লেকসহ আরও কিছু এলাকার মানুষ ভুগছেন এ সংকটে। দীর্ঘদিন ধরে এমনটি চলে আসলেও সমাধানের কোনো লক্ষণই নেই।
এসজেড/
Leave a reply