উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জের দৃষ্টিনন্দন কালনা সেতু ও নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা ব্রীজ। আগামীকাল সোমবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার ওপর দৃষ্টিনন্দন নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। ৬ লেনের সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক দুই নয় কিলোমিটার আর প্রস্থ ২২ দশমিক এক পাঁচ মিটার। ওয়াকওয়েসহ সেতুতে রয়েছে ৩৮টি স্প্যান। ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকারও বেশি। ২০১৮ সালে শুরু হওয়া কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানালেন, উদ্বোধনের পরপরই জনসাধারণের জন্য সেতুটি খুলে দেয়া হবে।
ব্রিজটি চালু হলে চট্টগ্রামের সাথে খুব সহজেই যুক্ত হবে দক্ষিণ-পঞ্চিমাঞ্চলবাসী। সেইসাথে নারায়ণগঞ্জবাসীও উচ্ছসিত, তারাও সহজে পৌঁছাতে পারবে বন্দরনগরীতে।
একই সাথে উদ্বোধনের অপেক্ষায় বহু কাঙ্খিত গোপালগঞ্জের কালনা সেতুও। ৬৯০ মিটার লম্বা ৬ লেনের সেতুটি বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে নির্মিত। স্বপ্নের সেতু পারাপারের অপেক্ষার প্রহর গুনছেন নদীর দুপাড়ের মানুষ।
প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, ৯৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালনা সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সাথে বেনাপোল বন্দরের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মানুষের আন্তঃযোগাযোগও উন্নত হবে।
/এডব্লিউ
Leave a reply