মিতু হত্যা মামলা: বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে গঠিত অভিযোগপত্র গ্রহণ করলেন আদালত

|

নিহত মিতু আক্তার।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে পিবিআইয়ের দায়ের করা অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত। অভিযোগপত্র গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পোরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে শুনানি শেষে অতিরিক্ত চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। গত বছরের ১২ মে এ মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখায় পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply