ইসরায়েলি সেনা হত্যাকারীর সন্ধানে চিরুনি অভিযান, উত্তপ্ত জেরুজালেম

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সাথে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেম। সোমবার (১১ অক্টোবর) ইহুদি সেনা হত্যাকারীর বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময় ব্যাপক সহিংসতা ঘটে।

ছবি: সংগৃহীত

সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে এদিন জেরুজালেমের এক শরণার্থী শিবিরে চিরুনি অভিযান চলে। বাড়িঘর, দোকানপাটেও তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ক্যাম্প থেকে সেনাদের উদ্দেশে ইট-পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। অগ্নিসংযোগও করে বিক্ষুব্ধরা। জবাবে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী।

ছবি: সংগৃহীত

গত শনিবার (৮ অক্টোবর) রাতে জেরুজালেমের তল্লাশি চৌকিতে হামলা চালালে গুরুতর আহত হন চার জন সেনা। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয় এক নারী সেনা সদস্যকে। এরপরই পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলাকারীর সন্ধানে অভিযান শুরু করে তেল আবিব। একদিন আগেই গোলাগুলিতে প্রাণ যায় চার ফিলিস্তিনির।

আরও পড়ুন: ‘এ বছর শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply