রুশ-ইউক্রেন ইস্যুতে কাকে ভোট দেবে তা জনসম্মুখে বলতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোট কোনদিকে যাবে তা জনসম্মুখে বলতে চায় না সরকার; জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ব্রুনাইয়ের সুলতান ঢাকায় আসার বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। বলেন, বিদেশি কূটনীতিকদের কাছে দেশের ইস্যুতে সাংবাদিকদের ধর্না দেয়া থেকে বেরিয়ে আসতে হবে। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সরকার সুষ্ঠু অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে বদ্ধ পরিকর উল্লেখ করে এ সময় এ কে আব্দুল মোমেন বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের মতো বহু দেশকে ভুগতে হচ্ছে। সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এর অবসান চায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply