লিফটের নিচে মুক্তিযোদ্ধার মরদেহ: সাতক্ষীরা মেডিকেলের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা

|

নিহত মুক্তিযোদ্ধা।

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত লিফটের নিচে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সদর থানায়। মামলার আসামিরা হলেন হাসপাতালের পরিচালক ডা.কুদরত-ই-খোদা, টেকনেশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আব্দুল্লাহ বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। তিনি গত ৪ অক্টোবর ওষুধ নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান আনুমানকি ১১টায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৫ অক্টোবর সদর থানায় তাকে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করি। এরপর ৯ অক্টোবর বাবার গলিত লাশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের কারণে আমার বাবার এমন নৃশংস মৃত্যু হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স.ম কাইয়ুম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply