তাকে বলা হতো সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। অনেকেই আবার বলতেন ‘বলিউড শাহেনশাহ’। তবে এখন সবাই তাকে বিগ বি নামেই চিনেন। তার ভরাট কণ্ঠ আর অভিনয়েরজাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। চরিত্রের প্রয়োজনে কখনও হয়েছেন কুলি, কখনও বা রোমান্টিক নায়ক আবার কখনও হয়েছেন প্রতিবাদী যুবক, কখনওবা ডন। সেই পর্দা কাপানো মারদাঙ্গা হিরোই হলেন অমিতাভ বচ্চন। আজ তার ৮০তম জন্মদিন।
ষাটের দশকের শেষের দিকে কলকাতায় ৪৮০ রুপি মাইনের চাকরি করতেন এক যুবক। পোশাক বলতে ছিল জ্যাকেট-ট্রাউজার আর একটা টাই। বর্ষাকালে পানি জমতো ধর্মতলায়। একই প্যান্ট পরে দিনের পর দিন কাজে যেতেন তিনি। বেশিরভাগ রাত শুধু ফুচকা খেয়েই কাটাতেন তিনি। তবে সিনেমাতে কাজ করার সুপ্ত বাসনা ছিল তখন থেকেই। তাই কাজের পাশাপাশি করতেন থিয়েটারচর্চাও।
এরপর হঠাৎ এক সিনেমায় কাজের উদ্দেশে রওনা হন মুম্বাইয়ে। ছিলেন প্রথাগত বলিউড নায়কদের চেয়ে বেশ লম্বা, গলার কণ্ঠটাও ছিল ভারি। কণ্ঠ ভারি হওয়ার কারণে বাদ পড়ে যান অল ইন্ডিয়া রেডিও’র অডিশন থেকে। কিন্তু, তখনও হাল ছাড়েননি তিনি। অভিনয়ে আসার আগে মৃণাল সেনের ‘ভুবন শোম’ সিনেমায় ভয়েস আর্টিস্ট হিসেবে প্রথম কাজ করেন অমিতাভ।
মাত্র বিশ বছর বয়সে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার সাতটি চরিত্রের একটিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার রুপালী পর্দার যাত্রা। এরপর টানা ১২টি সিনেমা ফ্লপ হয়েছিল তার। তবুও হাল ছাড়েননি এ অভিনেতা। ১৯৭৩ সালে ‘জাঞ্জির’ সিনেমাতে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করার পরেই তাকে বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যানে’র তকমা দেন অনেকে৷ পরবর্তীতে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ার’ এ অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কারও পান অমিতাভ৷ একই সালে মুক্তি পায় ‘শোলে’৷ সিনেমাটি সেসময়ের ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড়ই সিনেমা হয়ে দাঁড়ায়৷ তারপর বাকিটা ইতিহাস।
শুধু বলিউডেই নয় হলিউডেও দেখা গেছে তাকে। ২০১৩ সালের ‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমাতে ছোট্ট একটি চরিত্রে লিওনার্দো দি কাপ্রিওর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বিগ বি৷ টেলিভিশনের জগতেও তিনি দেখিয়েছেন সমান পারদর্শিতা। ২০০০ সাল থেকে টেলিভিশনের সবচেয়ে সফল গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপক হিসেবেও তিনি পেয়েছেন সাফল্য।
অভিনয়র জীবনে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কার। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়া অভিনেতা। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তার মূর্তি জায়গা পেয়েছে মাদাম তুসো মিউজিয়ামে।
১৯৪২ সালের আজকের দিনে উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অমিতাভ। বিশেষ এ দিনে সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, অমিতাভ আজ ৮০তে পা রাখার কারণে আজ মুম্বাইতে অমিতাভ অভিনীত ‘গুডবাই’ সিনেমার প্রতিটি টিকিটের দাম রাখা হচ্ছে মাত্র ৮০ রুপি। হ্যাপি বার্থডে অমিতাভ বচ্চন।
/এসএইচ
Leave a reply