বিশ্বকাপের দল চূড়ান্ত, সেরা কম্বিনেশনের জন্য অন্যরা সুযোগ পাচ্ছে: সাকিব

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল মোটামুটি চূড়ান্ত বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আরও বলেন, সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে বের করতেই অন্যদেরও সুযোগ দেয়া হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রানে পরাজিত হওয়ার পর এসব কথা বলেন সাকিব। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ভালো স্কোর করলে কিছুটা ভালো বোধ হয়। আগের ম্যাচের তুলনায় আজকের উইকেট ব্যাট করার জন্য বেশি সহায়ক ছিল। নিউজিল্যান্ড বড় স্কোর করায় ম্যাচে প্রায় পুরোটা সময়ই আমরা ব্যাকফুটে ছিলাম। সেই সাথে, নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কাঙ্ক্ষিত ছন্দ পাইনি কখনই।

সাকিব আরও বলেন, শেষ তিনটি ম্যাচের দিকে তাকালে দেখা যাবে, কয়েক ওভার পরপরই আমরা উইকেট হারিয়েছি। ব্যাটারদের তাই বাধ্য হয়ে ইনিংস মেরামতের কাজ করতে হয়েছে। তবে ভালো অবস্থায় ফিরে যাওয়া থেকে খুব বেশি দূরে নই আমরা। তবে, কিছু জায়গায় নিজেদের উন্নতি করতেই হবে। আগামী ম্যাচেই সেই চেষ্টা থাকবে। আমরা জয়ের চেষ্টা করবো।

আরও পড়ুন: সাকিবের লড়াইয়ের পরও হারে সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply