নর্ড স্ট্রিম-২ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত আছে রাশিয়া: পুতিন

|

ছবি: সংগৃহীত

নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত আছে রাশিয়া। বুধবার দেশটির জাতীয় জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত সম্মেলনে এমন প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি জানান, বল এখন ইইউর কোর্টে। এই লাইন দিয়ে গ্যাস নেবে কিনা সেটা এখন ইউরোপীয় ইউনিয়নের ব্যাপার। চাইলেই ট্যাপ চালু করে দেবে মস্কো। জ্বালানির মূল্যস্ফীতির জন্য রাশিয়া নয় বরং পশ্চিমারাই দায়ী, এমন দাবিও করেন পুতিন। এর জেরে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে গরীব দেশগুলোকে, এমন মন্তব্যও করেন রুশ প্রেসিডেন্ট।

অবশ্য পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানির দাবি, নিষেধাজ্ঞার আওতায় না থাকায় নর্ডস্ট্রিম ওয়ান একটি বিকল্প হতে পারতো। তবে রাশিয়া সেই পথে গ্যাস সরবরাহ করছে না।

গত আগস্ট থেকে নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। আর পাইপলাইন টু দিয়ে সরবরাহ বন্ধ ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply