দখলকৃত খেরসন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার মুখে দখলকৃত খেরসন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। খবর বার্তা সংস্থা এপির।

এক বিবৃতিতে তিনি জানান, সদ্য রাশিয়ার সাথে সংযুক্ত হওয়া অঞ্চলটির বাসিন্দাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। একইসাথে তাদের জন্য নিরাপদ আশ্রয়ও প্রস্তুত করেছে মস্কো। অঞ্চলটি থেকে প্রথমদফায় সরানো বাসিন্দাদের নেয়া হয় সীমান্তবর্তী রোস্তোভ এলাকায়।

এই ঘোষণার মাত্র কয়েকঘণ্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ভিডিও বার্তা প্রকাশ করেন অঞ্চলটির গভর্নর। সেখানে শহরবাসীকে পরিবার ও শিশু সন্তানদের নিয়ে দ্রুত সরে যেতে নির্দেশ দেন তিনি। জানান, ধারণার তুলনায় দ্রুতগতিতে এগোচ্ছে ইউক্রেনীয় সেনাবহর। যেকোনো মুহূর্তে মারাত্মক হামলা চালাতে পারে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর প্রথমেই খেরসন দখল করে রুশ সেনাবহর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply