পোলট্রি খাতে বিনিয়োগকারীদের লোকসানকে অবজ্ঞা করলে চলবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে ডিম দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অনাকাঙ্ক্ষিতভাবে দাম বাড়িয়ে পরিবেশ নষ্ট করছে। দাম বাড়ানোর অপচেষ্টায় সরকার ছাড় দিবে না। অতি মুনাফালোভীদের নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, দেশের মানুষের ক্রয়ক্ষমতায় তারতম্য রয়েছে। তাই সবার জন্য ডিমের দাম একই পর্যায়ে আনা কঠিন বলে মনে করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অ্যানিমেল ফিডের ফ্যাক্টরি করতে গেলে তাদের কর মওকুফ করে দিবে সরকার।
ইউএইচ/
Leave a reply