ইন্দোনেশিয়ায় ১৩১ জনের প্রাণহানির সাক্ষী সেই কানজুরুহান স্টেডিয়াম ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় ফিফা প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট জোকো উইদুদো।
দেশটির প্রেসিডেন্ট জানান, ফিফার সুরক্ষা নীতিমালা মেনেই পুনরায় তৈরি হবে স্টেডিয়ামটি। মূলত আগামী বছর দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফুটবল পরিচালনার বিষয়টিতেও পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ফিফা। খেলার উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছে তারা।
সম্প্রতি এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে দুপক্ষের সহিংসতায় পদদলিত হয়ে বিপুল পরিমাণ প্রাণহানি হয় ইন্দোনেশিয়ায়। তদন্তে ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শকের উপস্থিতিসহ আয়োজকদের নানা অনিয়ম উঠে আসে।
/এডব্লিউ
Leave a reply