‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’

|

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ শনিবার। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কর্মসূচি পালন করছে। এবারের প্রতিপাদ্য হলো ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিআরটিএ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। শনিবার সকালে দোয়েল চত্বর থেকে শুরু হওয়া র‍্যালি মৎস ভবন হয়ে ওসমানি স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সংস্থা দুটির কর্মকর্তা ও কর্মচারীরা।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এরই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো দিবসটি পালিত হচ্ছে দেশে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply