চ্যালেঞ্জের মুখে স্পিনিং শিল্প, উৎপাদন কমেছে প্রায় ৬০ ভাগ: বিটিএমএ

|

জ্বালানি সংকটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্পিনিং শিল্পের উৎপাদন। গাজীপুর ও নরসিংদীর শিল্পাঞ্চলে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা গ্যাস থাকছে না । উৎপাদন কমেছে প্রায় ৬০ ভাগ।

শনিবার (২২ অক্টোবর) সকালে ব্রিফিং করে এমন তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

ব্রিফিংয়ে বলা হয়, গ্যাস সংকটে উৎপাদন এখন তলানীতে গিয়ে পৌঁছেছে। হুমকির মুখে পড়েছে ১ কোটি ৬০ হাজার ডলারের বিনিয়োগ। ১০ লাখ মানুষ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। উৎপাদন করা না গেলে শ্রমিক ছাঁটায়ের শঙ্কাও তীব্র হবে।

মোহাম্মদ আলী খোকন বলেন, নিট পোশাকের ৮০ ভাগ কাঁচামালের যোগান দেয় স্থানীয় স্পিনিং শিল্প। গেলো বছরেই এই খাত থেকে যোগান দেয়া হয় ৭ বিলিয়ন মিটার কাপড়। যার আনুমানিক দাম ৮ বিলিয়ন ডলার। তাই এই শিল্পখাতকে বাঁচিয়ে রাখা জরুরি।

বেশ কয়েক দফায় সরকারের শীর্ষ মহলে তাগিদ দিয়েও সংকটের উত্তরণ হয়নি বলে জানান বিটিএমএ সভাপতি। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply