খুলনা নগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ অক্টোবর) বিভাগীয় গণসমাবেশ চলার সময়ই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করা হয়। পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে।
এমনকি আগুন লাগলেও ফায়ার সার্ভিসকে কেউ ফোনও দেয়নি। এছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও কেউ আগুন নেভাতে আসেনি। এদিকে, বিএনপি অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
/এমএন
Leave a reply