সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় অটোরিকশা ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, চর ধলেশ্বরী নদীতে তেলের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অনিক ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিকেলে রমজানের ওপর অনিকসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী হামলা ও কুপিয়ে জখম করে। এ সময় তারা অটোরিকশা ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নারীসহ ১৫ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত সেখনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এনএএস
Leave a reply