রাজধানীর জুরাইনে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

|

রাজধানীর জুরাইনে বালু্বাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ১২ বছরেরে এক শিশুর। শনিবার (২২ অক্টোবর) রাতে জুরাইনের মাজারগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

রাজধানীর জুরাইন মাজার গেট এলাকায় একটি মুরগির দোকানে কাজ করতো ১২ বছরের শিশু ইব্রাহিম। রাতে দোকানের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে ধাক্কা দেয় দ্রুত গতিতে আসা একটি বালুর ট্রাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। বেপরোয়া গতিতে চলছিল বালুবাহী ট্রাক, এমনটাই অভিযোগ স্বজনদের।

শ্যামপুর থানার ডিউটি অফিসার সাইফুল ইসলাম বলেন, ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে মারা গেছে শিশুটি। ঘাতক ট্রাক ও চালককে আমরা আটক করেছি।

নিহত ইব্রাহীম বাবা মার সাথে বাস করতো জুরাইনের মাজারগেট এলাকায়। তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply