আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

|

ফাইল ছবি।

আখাউড়া প্রতিনিধি:

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলেছে, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাসের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে তারা আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠি দিয়ে জানিয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মাছ রফতানির মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম ফের স্বাভাবিক হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply