জয়পুরহাটে লাল কাপড় উড়িয়ে আটকে দেয়া হলো ট্রেন, রক্ষা পেলো দূর্ঘটনা থেকে

|

রেললাইন ভাঙা দেখে স্থানীয় এক বাসিন্দা লাল কাপড় টেনে দেন।

স্টাফ করেসপনডেন্ট:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসবপুর এলাকায় দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে রাজশাহীগামী উত্তরা ট্রেন। রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় লাল কাপড় উড়িয়ে ট্রেনটি আটকে দেন এলাকাবাসী। তাতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর পৌঁনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ভারতগামী মিতালী ট্রেন যাওয়ার পর রেললাইনের প্রায় এক ফুট অংশ ভেঙে সরে যায়। তা দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা লাল কাপড় টাঙিয়ে দেন। কিছুক্ষণ পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি তিলকপুর সান্তাহারের মাঝামাঝি ইসবপুর নামক স্থানে থেমে যায়।

যাত্রীরা জানান, প্রায় এক ফুটের মতো রেললাইন ও এক পাশের দুইটি স্লিপার সম্পূর্ণ ভেঙে যায়। ট্রেন চালক লাল কাপড় টাঙানো দেখে ট্রেন থামিয়ে দেন।

দায়িত্বরত রেলওয়ে স্টেশন মাস্টার মুন হোসেন জানিয়েছেন, খবর পেয়ে স্টেশন মেরামত কর্মীরা ঘটনাস্থলে যান। এরপর ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করলে ৫ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply