টেক্সাসে মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোটাভুটি। নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত কর্মকর্তা এবং নিরাপত্তা সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। খবর বিবিসির।

সোমবার (২৪ অক্টোবর) থেকে আগামী এক সপ্তাহ চলবে এই কার্যক্রম। অনেকে মেইলের মাধ্যমে প্রয়োগ করছেন ভোটাধিকার। রাজ্যটির ক্ষমতায় রয়েছেন রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট রাজনীতিক বেতো ও’ রোরকে।

এবারের নির্বাচনে অভিবাসন সংকট বড় একটি এজেন্ডা। টেক্সাসে স্থান সংকুলান হচ্ছে না এবং রাজ্যের বাজেটে টান পড়ছে এই অভিযোগে বাসভর্তি অভিবাসনপ্রার্থীদের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে পাঠিয়েছিলেন গভর্নর।

বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু টেক্সাসের নির্বাচনী ফলাফলে প্রভাব গড়ে দিতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, এর মাধ্যমে পতন ঘটবে সরকারের। ৮ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রে মূল মধ্যবর্তী নির্বাচন। সেটিকে ঘিরেই জোর প্রস্তুতি চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply