বিমান বাহিনীর উপকূল পরিদর্শন; ধরা পড়েনি অনাকাঙ্ক্ষিত কিছু

|

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আক্রান্ত উপকূলীয় জেলাগুলোর সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। আকাশ থেকে প্রায় আড়াই ঘণ্টা উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল ঘুরে দেখেন তারা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তারা বিভিন্ন দুর্গত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে। কেউ আটকে পড়ে আছে কিনা আকাশ থেকে তা পর্যবেক্ষণ করা হয়।

এ সময় অনাকাঙ্ক্ষিত কিছু চোখে না পরায় উদ্ধার কার্যক্রম চালাতে হয়নি। যদিও হেলিকপ্টারটিতে সব ধরনের ব্যবস্থা ছিল। জেলাগুলোর আকাশ পরিষ্কার দেখা গেছে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে, সেখানে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আর নেই। তবে অতি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply